কলকাতার ইউরোপীয় ছায়া: গ্রীক কবরস্থানের নিঃশব্দ ইতিহাস

Share your knowledge
0Shares

অবস্থান:

কাশিপুর, ফুলবাগান, কলকাতা — ব্যস্ত এ জে সি বোস রোডের কাছে, এক অপ্রসিদ্ধ সরু গলির মধ্যে লুকিয়ে রয়েছে এই প্রাচীন কবরস্থান।

🕰️ ইতিহাস:

১৮শ শতকের শেষভাগে কলকাতা ব্রিটিশ শাসনে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে। সেই সময় অনেক গ্রীক ব্যবসায়ী ও নাবিক পূর্ব ভারতের দিকে পাড়ি জমান এবং কলকাতার কোলে স্থায়ী বসবাস শুরু করেন। তাঁরা মূলত নীলচাষ ও জাহাজ পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।এই গ্রীক সমাজের প্রয়াত সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয় এই গ্রীক কবরস্থান, যার প্রাচীনতম সমাধি ১৭৭৭ সালের।

⚱️ স্থাপত্য বৈশিষ্ট্য:

প্রায় ১০০টি সমাধি রয়েছে এখানে, যেগুলোর অনেকগুলোই নির্মিত হয়েছে হেলেনিক (গ্রিক) স্থাপত্যরীতিতে – ডোরিক স্তম্ভ, মার্বেলের শিলালিপি ও গ্রীক ভাষায় খোদাই।অনেক শিলালিপিতে গ্রীক ভাষায় প্রার্থনা বা স্মরণবাণী লেখা আছে।কিছু উল্লেখযোগ্য সমাধি হল:জর্জিয়োস মাভরোকরডাতো (Georgios Mavrocordato) – এক ধনী গ্রীক ব্যবসায়ী।যদিও তিনি এখানে সমাহিত নন, তবুও দেমেত্রিয়াস গ্যালানোস-এর নাম ইতিহাসে উজ্জ্বল, যিনি সংস্কৃত গ্রন্থ গ্রিক ভাষায় অনুবাদ করেছিলেন এবং বারাণসীতে তাঁর মৃত্যু হয়।

আজ এই কবরস্থান প্রায় বিস্মৃত ও অবহেলিত। আগাছায় ঢাকা, চারদিকে ঘনবসতির চাপে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ইতিহাসের চিহ্ন। তবুও যারা ইতিহাস ও উত্তরাধিকার ভালোবাসেন, তাঁদের কাছে এটি এক অনন্য আবিষ্কার।

1000002086 1

তৎক্ষণাৎ পোস্টের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবসাইটে………



Click here

Author

Leave a Reply